হৃদয়সৃষ্ট

হৃদয়সৃষ্ট


বহুবিধ চিন্তার বাজার মাথায় নিয়ে
তুমি-আমি পাবলিক বাসে চড়ে প্রতিদিন
বেহেশতে যেতে চাই।
আবেগের ঘুনপোকা উপোসে ঘুমায়,
স্বপ্নে জানতে চায় বেহেশত কোথায়?
বাপের কবরে নাকি মায়ের আঁচলের তলায়?
আমরা বলি, বেহেশত—সে তো হৃদয়ের সৃষ্টি।
ও নিয়ে কবিতা করে কী লাভ।
ওসব কবিতাটবিতা মিথ্যের ফুলঝুরি;
হৃদয়সৃষ্ট বেহেশতে খারিজ হয়ে যায়।