তোমাকে চাই

তোমাকে চাই


ক্লান্ত তোমার নাকের ডগায়
বিন্দু বিন্দু ঘামের ফোঁটা;
অন্ধকারে আমার চোখে
তারার মতন জ্বলতে থাকুক।
আমার চোখে উপচে পড়া
দুঃখ-নদীর জলের ছটা,
তোমার বুকের যন্ত্রণাকে
সকাল-বিকেল শান্ত রাখুক।
—এই তো চাওয়া, এক জীবনে
পাওয়ার মতন আর কী আছে?

তোমায় পেলাম হৃদয় জুড়ে
এই হৃদয়ের অনেক কাছে।
দুঃখতে তাই নেই গো ভীতি
মৃত্যুতেও আপত্তি নেই;
সূচনাতেই হোক না ইতি,
শেষ অবধি চাই তোমাকেই।
—এই তো চাওয়া, তোমায় পেলাম
এক জীবনে আর কী লাগে?
পাওয়ার মতন কিচ্ছুটি নেই,
সব কিছু শেষ হবার আগে
তোমাকে চাই আর কিছু নয়,
মরার পরেও চাই তোমাকেই।
চাই তোমাকেই।